ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

ফেনীতে সাড়ে ৪ টন পঁচা খেজুর ধ্বংস

শহর প্রতিনিধি: ফেনীতে পবিত্র রমজান উপলক্ষে পুরনো পঁচা ও নিম্নমানের খেঁজুরে বাজার সয়লাব হয়ে আছে।এমন তথ্যের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা ও সাড়ে ৪ টন পঁচা খেজুর জব্দ করা হয়।

সূত্র জানায়, খাদ্যে ভেজাল রোধে সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানকালে সর্ববৃহৎ ফলের আড়ত মহিপালে দেখা যায়, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী পুরনো, পঁচা ও নিম্নমানের খেজুর সম্পূর্ণ নতুন বেগুনি রঙ এর বস্তায় ভরে ভুয়া ওয়ারেন্টি যোগ করে বিক্রি করছেন। গত রমজানে অবিক্রিত এসকল খেজুরের বস্তা খুলে দেখা যায় হরেক রকমের মিশ্রিত পঁচা খেজুর। চট্টগ্রাম থেকে কিছু অসাধু ব্যবসায়ী এসকল খেজুর নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে বিক্রির উদ্দেশ্যে ফেনীতে মজুদ রেখে বিক্রি করছেন।

অভিযানকালে আড়তের মোতালেব এন্টারপ্রাইজের মালিক মো: ইমাম হোসেনকে (২৯) পঁচা ও মানহীন খেজুর বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোতালেব এন্টারপ্রাইজ থেকে জব্দ করা হয় ১শ বস্তা পঁচা ও মানহীন খেজুর। একই আড়তের ইউএস এন্টারপ্রাইজের মালিক মো: সেলিমকে (৫২) বেগুনি রঙ এর বস্তার একই খেজুর বিক্রির দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। জব্দ করা হয় একই ধরণের আরো ৪৬ বস্তা খেজুর। জব্দকৃত এসব খেজুর ধ্বংস করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!