ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে ৩ বসত ঘর আগুনে পুঁড়ে ছাঁই:শতবার কল করলেও রিসিভ করেনি ফায়ার সার্ভিস

এম এ হাসান:পরশুরামের মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মজুমদার বাড়িতে ৩ বসত ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।গ্রামবাসী আগুন নেভানোর পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সফিকুর রহমানের(ড্রাইভার)ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।এরপর একে একে পুড়তে থাকে মজিবুল হক সরকার ও জাকারিয়া মজুমদারের বসত ঘর।৩টি ঘরের আসবাবপত্রসহ সবই পুড়েছে আগুনে।অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন,ফায়ার সার্ভিসের(০১৮৫-৪৪২২৪৭৩) শতবার ফোন দিলেও কল রিসিভ না করে কেটে দেওয়া হয়।পরে পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী কল করে বিষয়টি জানায়।

 ক্ষতিগ্রস্থ শফিকুর রহমান জানান,বিকাল ৪ টায় রান্না ঘরের চুলার আগুন নিভিয়ে ফেলা হয়।আগুন কিভাবে লাগলো বুঝতে পারছিনা।অগ্নিকান্ডে এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা।কিন্তুু তার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভানো হয়।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার(ইওএনও)মো আহসান উদি্দন মুরাদ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বক্তব্য শুনে তাদেরকে সান্তনা প্রদান ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।এসময় মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা খতিয়ে দেখতে পল্লী বিদ্যুতের ডিজিএমকে নির্দেশ প্রদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!