ফেনী
শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯
, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

দিপুল রোটার‌্যাক্ট জেলা সংগঠনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর

প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক সেবা সংগঠন ‘রোটারী ইন্টারন্যাশনাল’ এর সহযোগী সংগঠন রোটার‌্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মনোনিত হয়েছেন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রো. আরাফাত উল মিল্লাত দিপুল। রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি রো. পি পি নাফিজুল আলম আনুষ্ঠানিক ভাবে  ঘোষণা দেন। এ পদ অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন পদ্মা জোনের এসিস্ট্যান্ট গভর্ণর রোটা. সি পি আবদুল আউয়াল সবুজ, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রোটা. হানিফ মজুমদার মিন্টু, আর.সি.সি রোটা. সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট ইলেক্ট মিঞা মোহাম্মদ করিমুল হক, জোনাল প্রতিনিধি রো. মাখজাম হায়দার মিরাজ, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রো. শফিউল আলম ভূঁইয়া অপুুসহ অন্যান্য রোটারী, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ।

দিপুল ফেনী শহরের ১০ নং ওয়ার্ডের এস.এস.কে রোডস্থ ডাক্তার পাড়া বাসিন্দা মোহামেডান র্স্পোটিং ক্লাবের সাবেক ফুটবলার মৃত আমিনুল মিল্লাতের নাতি ও ফেনী শহরের সুনামধন্য ব্যবসায়ী রোটারীয়ান সাইদুল মিল্লাত মুক্তা ও মোমেনা আকতারের জৈষ্ঠ্য সন্তান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!