ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের জয় 

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুতে যা একটু সংশয়ের মেঘ জন্মেছিল, জিম্বাবুয়ের ওপেনিং জুটির দারুণ শুরুতে। তবে প্রথম উইকেট পড়ার পর আফ্রিকান দেশটি একবারের জন্যও চেপে ধরতে পারেনি বাংলাদেশকে। বরং ম্যাচ শেষ হওয়ার অনেক আগে থেকেই মাশরাফিরা পেতে থাকে জয়ের সুবাস। ২৭১ রান করার পর বল হাতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে ২৪৩ রানে থামিয়ে যেটা চূড়ান্ত করে বাংলাদেশ।

স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের কোনও ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৫০* রান করেছেন শন উইলিয়াম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে কাইল জার্ভিসের ব্যাট থেকে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ, ৪৬ রান খরচায় তিনি পেয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট শিকার নাজমুল ইসলামের।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!