ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত 

ফেনীতে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠিত খেলায় ডিএমপি-১ (আইজিপি টিম) কে ২ সেটে ২১-১৬ পয়েন্টে হারিয়ে বোগদাদিয়া তদন্ত কেন্দ্র চ্যাম্পিয়ন হয়।

খেলায় ডিএমপি-১ (আইজিপি টিম) এ অংশগ্রহণ করেন পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদার ও  ডিএমপির পুলিশ কন্টস্টেবল মো. রাসেল সরকার।

বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পক্ষে অংশ নেন ইন্সপেক্টর মো. নাজিম উদ্দিন ও ডিএমপির পুলিশ কন্টস্টেবল আলী হোসেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. নাজিম উদ্দিন ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন আলী হোসেন।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির।সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুর রহিম, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারন সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. খালেদ হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন রিজভী,সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন,পুলিশ সুপারের সহধর্মীনি মোনালিসা সনি, ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, গোয়েন্দা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী, ডিআই-১ মো. শাহীনুজ্জামান, ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ, ফুলগাজী থানার ওসি মো. কুতুব উদ্দিন, পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন, দাগনভূঞা থানার ওসি ছালেহ আহমদ পাঠান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পুলিশ সপ্তাহ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারী থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!