ফেনী
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০১
, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সাথে মতবিনিময়

নির্বাচনে স্বচ্ছতার জন্য ইভিএম চালু করা হয়েছে-ফেনীতে সিইসি

প্রধান  নির্বাচন কমিশনার কে,এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে স্বচ্ছতার জন্য একটি করে উপজেলায় ইভিএম চালু করা হয়েছে। ইভিএম পারদর্শী বিধায় ভোট কেন্দ্র সেনা সদস্যরা রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকবেন। সন্ত্রাসীদের হাত থেকে ভোটাধিকার রক্ষার জন্য ভবিষ্যতে সারা দেশে ইভিএম চালু করা হবে। গত ৩ ধাপে নিবাচন সুষ্ঠু হয়েছে। ৪র্থ ধাপের নির্বাচনও সুষ্ঠুু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার বিকালে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন। এসময় ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, রিটানিং অফিসার পি,কে,এম এনামুল করিম, আঞ্চলিক নির্বাচন অফিসার দুলাল তালুকদার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!