ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শামীমের আরও ৩ দিনের রিমান্ড

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলার এজাহার নামীয় আসামি শাহাদাত হোসেন শামীমের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম জানান, রাফি হত্যা মামলার আরও তথ্য উদঘাটনের জন্য শাহাদাত হোসেন শামীমের আরও ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৪ এপ্রিল একই আদালতে রাফি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন শামীম। এর আগে ১২ এপ্রিল সকালে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে শাহাদাত হোসেন শামীমকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ ঘটনায় রাফির পরিবার সিরাজকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সিরাজ কারাগারে থাকাকালীন তার অনুসারীরা মামলা তুলে নিতে রাফির পরিবারকে হুমকি দেন।

৬ এপ্রিল সকালে মাদ্রাসার ছাদে ঢেকে নিয়ে রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারীরা। টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ১০ এপ্রিল বুধবার রাত নয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।
এ মামলায় এজাহারভ‚ক্ত ৮ আসামীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, আবদুর রহিম শরিফ, হাফেজ আবদুল কাদের, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, জাবেদ হোসেন ও জোবায়ের আহাম্মদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তাঁরা ৮ জনই রাফি হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে চঞ্চল্যকর তথ্য প্রদান করেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!