ফেনী
সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৩
, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা ॥ গ্রেফতার দুই

ফেনীতে ভিক্ষুক লাতু মিয়ার টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ অলি (৪০) ও মোঃ আনোয়ার (৩২) নামের সন্দেহভাজন অপর দুই ভিক্ষুককে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্টসূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে ভিক্ষুক লাতু মিয়ার (৭৫) কাছ থেকে ছিনতাইকারীরা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ লাতু মিয়া ও প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অলি ও আনোয়ারকে গ্রেফতার করেছে। অলি ব্রাম্মনবাড়িয়া জেলার পদ্মবাজ গ্রামের বেপারী বাড়ির মৃত জসিম ও আনোয়ার নোয়াখালীর মাছিমপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে ভিক্ষুক লাতু মিয়া ফেনী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করিলে তা নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়।রোববার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!