ফেনীর নবাগত পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম,পিপিএম বলেছেন, ফেনীতে আর কোন মেয়ে বা নারীকে কেউ উত্যক্ত করার চেষ্টা করলে আমি তার জীবন উত্তপ্ত করে দিবো।শনিবার সকালে পুলিশ লাইনে আয়োজিত কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন হুঁশিয়ারি দেন।তিনি আরো বলেন,পুলিশ সদস্য নিয়োগে আর্থিক লেনদেন করার প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় পুলিশ সুপার ডিলার পর্যায়ে মাদক ব্যবসায়ীদের নির্মূল করা হবে বলে জানান। একই সাথে জঙ্গি দমনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোহাম্মদ রবিউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (ছাগলনাইয়া-ফুলগাজী ও পরশুরাম ) নিশান চাকমা, সহকারী পুলিশ সুপার (বিশেষ) খালেদ হোসেন, গোয়েন্দা পুলিশের ওসি রনজিত বড়ুয়া,ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ,ট্রাফিক ইন্সপেক্টর আলা উদ্দিনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।