ফেনী
মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২
, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

ফেনী-ছাগলনাইয়া সড়কে গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

ফেনী-ছাগলনাইয়া সড়কে ডাকাতির ঘটনায় সাদ্দাম হোসেন রুবেল প্রকাশ বোমা রুবেল (২৬) ও মোঃ মহিউদ্দিন আইয়ুব (২৬) নামে দুইজনকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রানীরহাট থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শহর তলীর কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া এলাকায় গাড়ি থামিয়ে অন্তত ২০টি গাড়ির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল সেটসহ প্রয়োজনীয় সামগ্রী লুটে নেয় ডাকাত দল। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আনিসুর রহমান বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে  রানীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির ঘটনায় জড়িত থাকা রুবেল ও আইয়ুব নামে ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন রুবেল প্রকাশ বোমা রুবেল ফেনীর বিরিঞ্চি এলাকার কমু মিয়ার ছেলে ও মোঃ মহিউদ্দিন আইয়ুব বাথানিয়া গ্রামের হারিছ মিয়ার ছেলে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বলেন, আটক দুইজনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!