উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন-সংগ্রামে আলেম সমাজের গৌরবময় ইতিহাস তুলে ধরে বৃহত্তর স্বার্থে সকল প্রকার ভেদাভেদ ভুলে বর্তমান সময়ে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া।
শুক্রবার সকালে কাদরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফাজিলপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় বিশেষ অতিথি ছিলেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ,ফেনী সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও নায়েবে আমীর মাওলানা হারুনুর রশীদ।
ফাজিলপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বশরের সভাপতিত্বে এসময় সংগঠনটির ইউনিয়ন সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম,ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাফর উল্লাহ,ফাজিল পুর ওয়ালিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাঈনুদ্দিন খন্দকার,মাদবারহাট আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নাজমুল হক,ডা: একরামুল হক, বিশিষ্ট সমাজ সেবক মকসুদ মৌলভী ও নুরুল আবসার প্রমুখ উপস্থিত ছিলেন।