ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আল্লামা সাঈদীর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে নেই, তবে তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশে কুরআনের তাফসির করেছেন এবং তার অসংখ্য বক্তব্য ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হয়ে মানুষকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করছে।’

জামায়াত আমির বলেন, ‘২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। এমনই এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।’

তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেয়া হয়নি। লাখ লাখ তৌহিদী জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখ লাখ তৌহিদী জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!