২০১৭ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ দিয়ে গানের জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন সংগীতশিল্পী আতিয়া আনিসা। ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানের জন্য ২০২২ সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ঢালিউড নির্মাতা রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার ‘চল নিরালায়’ গানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।
জনি হকের লেখা গানটিতে আনিসার সহশিল্পী ছিলেন অয়ন চাকলাদার। এবার প্রথমবারের মতো সংগীত সফরে আমেরিকায় যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত এ সংগীতশিল্পী। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন এ সংগীতশিল্পী।



