বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটি।
মঙ্গলবার বিকেল ৩টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
ফেনী জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনটির মজলিশে শূরা সদস্য একেএম সামছুদ্দিন ও অধ্যাপক আবু ইউসুফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম, জেলা জামায়াত নেতা আবু বক্কর সিদ্দিক মানিক,ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল, ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া বলেন, “বিতর্কিত ট্রাইব্যুনাল গঠন করে ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতের শীর্ষ নেতাদের ফরমায়েশি রায়ে হত্যা করেছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে, তারা ৩ কিলোমিটার দূর থেকে দেখে সাক্ষ্য দিয়েছে! এ জাতীয় উদ্ভট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণকারীদেরও আইনের আওতায় আনতে হবে।অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, নচেৎ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে, তা কেউ ঠেকাতে পারবে না। ”
সমাবেশ শেষে মিজান রোড থেকে বিক্ষোভ বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ফেনীর মিজান রোড, কলেজ রোড, ট্রাংক রোড, এসএসকে রোড ও মহিপাল প্রদক্ষিণ করে।