ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:০৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে বিএনপির জনসভায় লোকে লোকারন্য

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে-সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন,সম্প্রতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত সংস্কার কমিশন গঠিত হয়।অনুষ্ঠিত বৈঠকে বিএনপিসহ রাজনৈতিকদলের নেতৃবৃন্দকে সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার বিষয় তুলে ধরেছেন।কিন্তু এমন কিছু সংস্কার কমিশন করতে চায় যা প্রয়োজন নেই। তবে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনমুখি যেসমস্ত সংস্কার জরুরি তা শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

জেলা বিএনপির উদ্যোগে শহরের মিজান ময়দানে রোববার বিকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার শেষ করতে চলতি বছরের জুন পর্যন্ত সময় হলে চলে।যদিও প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস রাজনৈতিক নেতৃবৃন্দকে আশ্বাস দিয়ে বলেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন।

জাতীয় সংসদ নির্বাচনে আগে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন,কোন কোন রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় ও আনুপাতিক হারে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে কিন্তু দেশের বাস্তবতায় তাদেরও আনুপাতিক অবস্থান নেই।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম,সহ গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক রফিকুল আলম মজনু প্রমুখ,কেন্দ্রীয় নেতা জালাল আহম্মদ মজুমদার, রেহানা আক্তার রানু ও শাহেনা আক্তার সানু, আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব প্রমুখ।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী এবং ইয়াকুব নবীর যৌথ সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক ও গাজী হাবিব উল্যাহ মানিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ফেনীতে দীর্ঘ দিন পরে বিএনপির প্রকাশ্যে সমাবেশ হওয়ায় লোকে লোকারন্য হয়ে পড়ে। ব্যাপক উৎসাহ উদ্দেপনা নিয়ে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!