ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৭
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার গানে বুবলীর সঙ্গী হলেন জীবন

বাংলা অরিজিনালস নামে নতুন একটি প্রজেক্ট শুরু করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। প্রজেক্টের প্রথম গান ‘ময়না’; যা ২৪ জুলাই প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।

‘ময়না’ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। তার বিপরীতে আছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

কলকাতার আকাশ সেনের সুর ও সংগীত করা গানটি লিখেছেন আসিফ ইকবাল। সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে এই ড্যান্স নাম্বারের শুটিং হয়েছে। এ গানের মাধ্যমে সিনেমার বাইরে প্রথমবার এমন প্রজেক্টে দেখা যাবে বুবলীকে।

সিনেমার বাইরে কেন গানের মডেল হিসেবে যুক্ত হলেন? এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। তবে মিউজিক ভিডিওতে কাজ করা এই প্রথম।

তিনি বলেন, গানটি এতটাই পার্টি মুডের যে একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে কারণেই এ প্রজেক্টে যুক্ত হওয়া।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!