ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

ফেনীতে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাইওয়ে পুলিশ সুপার । এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশের ইউনিয়নের নজির আহমদ ব্রিক ফিল্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল গ্রামের শাহজাহানের ছেলে নাহিদ (২৫), রবিউল হকের ছেলে সোলাইমান (৩৮) ও বদরুজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ গ্রামের আবুল খায়েরের ছেলে হোসেনুজ্জামান প্রকাশ রৌশনুজ্জামান (৪৭) ও মোশাররফ হোসেনের ছেলে ইলিয়াস (৩৮)।

সুত্র জানান, অভিযানে ডাকাতদলের বহনকারী সিলভার রংয়ের একটি প্রাইভেটকারে পিছনে ঢালাই থাকা অতিরিক্ত চাকার নিচ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি ছুরি, ২টি লোহা কাটার হেস্কা বেলেট, ৪টি বাটন মোবাইল ও ১টি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি , ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!