ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ ওয়াকিল আহমেদ শিহাব এর স্মরণ সভা ও এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে গাজী মানিক বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলাই-আগস্টে যে গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, তা দেশে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।আগামী নির্বাচনে বাংলাদেশ কিভাবে চলবে, তা বাংলার মানুষ ভোটের মধ্য দিয়ে ঠিক করবে।দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীদেরকে বৈষম্যহীন দেশ গড়ে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, যাঁরা ফ্যাসিস্ট খুনি হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে, তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না । যাদের প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে আজকের নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা তাদের এই ত্যাগ কিছুতেই বৃথা যেতে দেব না।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে যাঁরা শহীদ হয়েছেন,তাঁরা ন্যায্য অধিকারের জন্য লড়াইয়ের প্রতীক। এই আন্দোলন শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের অধিকার নয়, বরং সমাজের সর্বস্তরের বৈষম্যের বিরুদ্ধে একটি জাগরণ। আজ আমরা এখানে সমবেত হয়েছি এই বার্তা দিতে যে অন্যায়, বৈষম্য এবং শোষণের বিরুদ্ধে আমরা কখনও নতি স্বীকার করবো না।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম রিয়াদ হোসেন মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, সাবেক সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোবায়ের হোসেন, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা মওদুদ আহমেদ রনি, আজিম উদ্দিন সোহাগ ও ছাত্রদল নেতা জহির প্রমুখ।
এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া ২৪ এর গণঅভ্যুত্থান আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ কাশিমপুর গ্রামের বাসিন্দা নিহত শহীদ ওয়াকিল আহমেদ শিহাব এর আত্মার মাগফিরাত কামনা করে সবাই দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয়েছে।