ফেনী
বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০
, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকারকে জামায়াত নেতা আজহারের হুশিয়ারি

গণভোট নিয়ে তালবাহানা করবেন না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সরকারের উদ্দেশ্যে হুশিয়ারি করে বলেন, চলতি মাসের মধ্যে গনভোট দিন,গনভোট নিয়ে তালবাহানা করবেন না।যারা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিসিয়াল হত্যাকান্ড করে ভেবেছিল জামায়াতকে নিশ্চিতভাবে শেষ করে দিয়েছে। কিন্তু জামায়াত আছে, জামায়াত থাকবে ইনশাআল্লাহ। বরং আগের তুলনায় হাজার গুণ বেশী জনপ্রিয় হয়েছে। কিন্তু যারা জামায়াতকে নিষিদ্ধ করে, নেতৃবৃন্দকে হত্যা করে,লাখলাখ নেতাকর্মীকে জেলে আবদ্ধ রেখে শেষ করে দিতে চেয়েছিল,তারা আজ কোথায়?তিনি বলেন, তারা জানেনা জুলুম নির্যাতন চালিয়ে কোন আদর্শকে শেষ করা যায়না।

বুধবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও ফেনী -২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক,ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ফেনী-১ আসনে জামায়াতের প্রার্থী এড. এএস‌এম কামাল উদ্দিন।ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ,সদর উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামান, ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক ও শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!