এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকা।
শনিবার সকালে ফাজিলপুর ডব্লিউ. বি কাদরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) মোঃ সায়েদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মহিবুল্লাহ ও বিশিষ্ট মোটিভেশনাল, ওয়েলনেস স্প্রীকার ডাঃ মেছবাহ উদ্দিন।
ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ ঢাকা’র সভাপতি নাসির উদ্দিন রুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফাজিলপুর ওয়ালিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার মাঈন উদ্দিন, ফাজিলপুর মুজিবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মেছবাহ উদ্দিন, ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুর রব, মোঃ শাহজাহান, ফাজিলপুর সমাজ কল্যাণ পরিষদ, ঢাকা’র সহ- সভাপতি মোঃ ওমর ফারুক পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক সোহেল, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবুল বশর , বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন হুমায়ুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানেজিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।