ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

একুশে বইমেলায় ফেনীর ছেলে ইছমাঈল’র ‘প্রবাস উপাখ্যান’

নাজিম সরকার- ফেনী জেলার সন্তান দুবাই প্রবাসী মুহাম্মদ ইছমাঈল’র প্রথম গ্রন্থ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। প্রবাস জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি এবং জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা লেখক তুলে ধরেছেন তার লেখনীতে। প্রবাসে বসবাসরত বাঙ্গালী জনগোষ্ঠীর বিচিত্র ঘটনাও ফুঁটিয়ে তুলেছেন শিল্পের সুনিপন হাতে। নোলক প্রকাশনী থেকে ‘প্রবাস উপাখ্যান’ বইটি প্রকাশিত হয়েছে। বইয়ের মুখবন্ধী লিখেছেন সমসাময়িক বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদ। লেখক মুহাম্মদ ইছমাঈল একজন সমাজকর্মী এবং দুবাইতে বাংলাদেশী কমিউনিটির একজন তরুন সদস্য। তিনি নিয়মিত প্রবাসী বাঙ্গালীদের অধিকার ও করনীয় নিয়ে লেখালিখি করেন। মুহাম্মদ ইছমাঈল ফেনী জেলার ফরহাদনগর ইউনিয়নের কাটা মোবারক ঘোনা গ্রামে ১৯৮৬ সালে জন্মগ্রহন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবী সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন তিনি।

মুহাম্মদ ইছমাঈল

অমর একুশে বইমেলায় প্রিয় বাংলা প্রকাশনের ৬৬৫নং স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও বাংলা একাডেমী প্রাঙ্গনে লিটলম্যাগ চত্ত্বরে সময়ের জানালা এবং ভাটিয়ালের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। ফেনী শহরের ফিরোজ লাইব্রেরীতে বইটি পাওয়া যাবে।

আরও পড়ুন


Logo
error: Content is protected !!