ভারতীয় উজানের পানির ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।বন্যা নিয়ন্ত্রণ বাধের জংগলঘোনায় দুটি, গদানগরে, দেড়পাড়া ও সাহেবনগরসহ পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।ফলে পানি বৃদ্ধি অব্যাহত আছে।এতে করে ফুলগাজী বাজারসহ লোকালয়ে পানি বেড়ে প্লাবিত হয়।
জানা গেছে, টানা বর্ষণের কারণে ফেনী শহরের পাঠানবাড়ি এলাকা, নাজির রোড,একাডেমি,রামপুর শাহীন অ্যাকাডেমি এলাকাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা।ফলে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে ফুলগাজীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বেড়ীবাঁধ ভেঙে কয়েকটি দোকান নদীগর্ভে বিলিন হয়ে যায়।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান জানান,সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।এতে করে ২শ ৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান,মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।