অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, জমি দখল, দলীয় পদ বানিজ্য,অর্থপাচার, ক্ষমতার অপব্যবহারসহ দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
বুধবার (২ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো: আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।