ফেনী
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৬
, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটি কাজে লাগান

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘লস প্রজেক্ট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তোলেন প্রভা।

তবে দীর্ঘ এই ক্যারিয়ারে দেখা যায়নি বড়পর্দায়। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বড়পর্দায়। সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় শেষ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমেও সরব থাকেন অভিনেত্রী।

বুধবার দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে লাইভে ভক্তদের মাঝে ধরা দেন প্রভা। কথা বলার সময় এক দর্শক অভিনেত্রীকে বলেন, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, হ্যাঁ, অনেক ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে—আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেই আমার নয় বলে জানান অভিনেত্রী।

ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধুমাত্র তার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই যোগাযোগ রাখা হয়। তিনি বলেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে কেউ রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী কথা বা অর্থ দাবি করলে তা যেন কেউ বিশ্বাস না করেন।

ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় অভিনেত্রী আরও বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন বলে জানান প্রভা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!