ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪০
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার ফেনী সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন

ফেনীর ছাগলনাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ)। শুক্রবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, সকাল ৯টার দিকে ৪ বিজিবির ছাগলনাইয়া বিওপির টহলদল মটুয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ১৩ জনকে দেখতে পায়।তদের দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেন।

রাত ৩টার দিকে বৈরী আবহাওয়ার সুযোগে বিএসএফ তাদের হাত ও চোখ বেঁধে নিয়ে আসে। পরে বাঁধন খুলে তাদের বাংলাদেশে পুশ-ইন করে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতে অন্ধকার থাকায় এবং এলাকা না চেনায় ওই ১৩ জন মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করেন।  

আটকরা হলেন- মো. আলতাফ (৩৯), মোমিনা বেগম (৩২), মো. আমিনুল ইসলাম (৩৮), উর্মি বেগম (২৯), ওহিদুল ইসলাম (১১), মো. রেজাউল হক (৯), আরিফা আক্তার (৩), মোমিনুল হক (৩৫), শেফালী বেগম (৩০), মনিজা আক্তার (১৩), মনজু আক্তার (১০), রমজান আলী (৩ মাস) ও মো. ইশরাক হোসেন (৪০)।

বিজিবি আরও জানায়, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে মৌখিক প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগেও অর্ধশতাধিক ব্যক্তিকে ফেনীর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে পুশ ইন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!