ফেনীতে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ফেনী শহরের শান্তি চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক ও ফেনী জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের শান্তি চত্বর থেকে শুরু হয়ে ট্রাংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।