ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্চে ২৯৬০৯ শিক্ষার্থী

আজ অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় জেলার ৩৭টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্ট কর্তপক্ষ।তবে গতবারের তুলনায় এবার পরিক্ষার্থী বেড়েছে সাড়ে ৫ হাজার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার্থীদের মধ্যে এবার এসএসসিতে ২২ হাজার ৫৪৯ জন, দাখিলে ৫ হাজার ৮৮৯ জন ও ভোকেশনালে ১ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।তবে এবারের এসএসসি পরীক্ষার সব বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ২০২৪ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।আজ বাংলা ১ম পত্রের (আবশ্যিক) মাধ্যমে শুরু হওয়া পরীক্ষা ১৩ মে শেষ হওয়ার কথা রয়েছে।তবে কিছু শিক্ষার্থী প্রস্তুতি শেষ করতে না পারলেও অন্যান্য শিক্ষার্থীরা আশানুরূপ প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

সিদরাতুল মুনতাহা নামে এক শিক্ষার্থী জানান, ঈদের ছুটিসহ বিভিন্ন সমসাময়িক পরিস্থিতির কারণে ঠিকমতো পড়াশোনা হয়নি।তবুও ভালো করার আশা রয়েছে।

ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন, পরীক্ষা সামনে রেখে সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।আশাকরি ভালোভাবেই পরীক্ষা শেষ করা যাবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!