ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৪
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্টার লাইন বাস কাউন্টারের আড়ালে মাদক ব্যবসা,অভিযানে ম্যানেজার গ্রেফতার

১শ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার টিপু ।

ফেনীর মহিপালে চট্টগ্রামমূখী স্টার লাইন বাস কাউন্টারের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র।বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিলসহ স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম টিপু (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।সে মঠবাড়িয়া এলাকার আমিনুল হকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনের অংশে অভিযান চালানো হয়।
এসময় ১০০ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম টিপুকে কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই স্বপন চন্দ্র দাশ বাদি হয়ে ফেনী মডেল থানায় টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান,আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিপুকে থানায় সোপর্দ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!