আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মো: রেজাউল করিম রোববার জানান,আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী কয়েক দিনের মধ্যে আওয়ামী লীগ সরকার আমলে দায়েরকৃত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের জন্য মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সুপারিশকৃত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে শুরু করবে।
রোববার মন্ত্রণালয়ে দুপুরে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ৫১৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটি গত চার মাসে হয়রানির লক্ষ্যে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোট ৮ হাজার ৮৩২টি মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে।