রাজধানীর দক্ষিণ বনশ্রীতে অবস্থিত ‘তারবিয়াহ আইডিয়াল স্কুল’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পাঠদানের অনুমতির সনদপত্র লাভ করেছে। গত ৩১ আগস্ট ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবদুল আজিজের স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সৌরভ আহমেদ বলেন, এ অনুমোদন প্রাপ্তির মাধ্যমে তারবিয়াহ আইডিয়াল স্কুলের সামগ্রিক শিক্ষা কার্যক্রম আরো বেগবান হবে। পাশাপাশি সুশিক্ষা নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।বিদ্যালয়ের এ অর্জনে সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।