ঢাকা অফিস-বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ফেনীর কৃতি সন্তান খোন্দকার তারেক রায়হান।বৃহস্পতিবার বিকালে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।দলটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি।
সভায় দপ্তর উপ-কমিটি ঘোষণা করা হয়।এতে সদস্য হিসেবে সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি, কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা তারেক রায়হানের নাম ঘোষনা করেন।
এর আগে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন এ নেতা ।এছাড়াট বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টোমোলজি রেসটোরেটিভ জাস্টিস বিষয়ে মার্স্টাস ডিগ্রী অর্জন করেন।
ফেনীর ছাগনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের গোতিয়া সোনাপুর গ্রামের খোন্দকার বাড়ীর এবিএম এনামুল হক খোন্দকারের ছেলে তিনি ।