ফেনী
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:১৭
, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নানা প্রতারণার অভিযোগ

ফেনীতে ভুয়া সেনা সদস্য গ্রেফতার, অভিযানে পোশাকাদি উদ্ধার

ফেনীতে প্রতারণার অভিযোগে ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।এর আগে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের তেরবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে পুলিশ অভিযান চালিয়ে সেনাবাহিনীর কয়েক সেট পোশাকাদি উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্র জানান, পরশুরাম পৌর এলাকার উত্তর গুতুমার স্বপন মজুমদার বাড়ীর মৃত আঃ ওহাবের ছেলে ইসমাইল হোসেন পিন্টু দীর্ঘদিন যাবত সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে নানা ব্যক্তিকে হয়রানী করার অভিযোগ উঠে।পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে লেমুয়া তেরোবাড়িয়া এলাকা থেকে ইসমাইল হোসেন পিন্টুকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়,পিন্টু তেরবাড়িয়া এলাকার নাছরিন আক্তার রিতু নামে এক নারীকে গত তিন মাস যাবত বিয়ের জন্য প্রলুব্ধ করিয়া আসিতেছিল।সে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে রিতুর পরিবারের নিকট প্রস্তাব প্রেরণ করলে।এতে রিতুর পরিবারের সন্দেহ হলে পুলিশে খবর দিলে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককালে পিন্টুর পরণে সেনা বাহিনীর পোশাক থাকায় ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে সেনা কর্মকর্তা নয় এবং ভূয়া সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয় প্রদান করে মর্মে স্বীকার করে। এছাড়া পিন্টুর হেফাজতে আরো সেনা বাহিনীর পরিধেয় পোশাক পরিচ্ছেদ রহিয়াছে মর্মে স্বীকার করিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া ছাগলনাইয়া থানাধীন মধুপুরস্থ আসামীর ভাড়া বাসা হতে ৩ সেট সেনাবাহিনীর ইউনিফর্মসহ বিভিন্ন
আলামত উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পোশাক পরিচ্ছেদ পরিধান করে নিজের ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে নিরীহ মহিলাদের টার্গেট করে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপনের মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয় মর্মে সত্যতা পাওয়া যায়।আটককৃত আসামী ইসমাইল হোসেন পিন্টুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রেকর্ড করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!