২৫ জুন বৃহস্পতিবার ফেনীর দাগনভূঞায় ডাকাতিকালে নৈশ প্রহরিকে হত্যার ঘটনায় পুলিশের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার ও এএসআই আলী হোসেনকে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।মঙ্গলবার ফেনীর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী তাদের নিকট এ চেক হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।