আজ ফেনী আসছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তরুণ মুফাসসির ও ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী। সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে আজহারী উপস্থিত থাকার কথা রয়েছে। দুপুর ২টা বা বাদ আছরের পর থেকে তিনি বয়ান করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির আহবায়ক ও মাদ্রাসার সভাপতি কামরুজ্জমান মাসুম। মাহফিল উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা। এদিকে আজহারীর আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল মাঠ পরিদর্শনসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একাধিক টিম কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত ৪ ডিসেম্বর মাহফিলের আয়োজন করেছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। আয়োজনের অনুমতি না থাকায় ৩ ডিসেম্বর মাহফিল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। তখন কাশিমপুরে আজহারীর আগমন বাতিল করা হয়। পরে এলাকার বিপুল সংখ্যক মুসল্লী নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে স্বাক্ষাত করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক লিটন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, মাদরাসার সভাপতি কামরুজ্জামান মাসুম উপস্থিত ছিলেন। এমপির সাথে সাক্ষাতের পর ১৫ জানুয়ারী আজহারীর মাহফিলের বিষয়টি নিশ্চিত করা হয়।