ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:৩৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আরমান ভাইয়ের পরিবারে সংকট

আসন্ন ঈদুল আযহায় প্রচারের জন্য নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন নাট্য জগতের জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের নাম ‘আমিও অমানুষ’। এখানে উঠে আসবে একটি পরিবারের সংকট। গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। ঈদে একটি টিভি চ্যানেলে এটি প্রচারিত হবে।

‘আমিও অমানুষ’ রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। হাস্যরস থেকে বেরিয়ে এখানে জাহিদ হাসান উপস্থিত হচ্ছেন একেবারে গম্ভীর চরিত্রে। তিশার চরিত্রও প্রায় একই ধরনের। নাটকে দেখা যাবে, জাহিদ হাসান বারবার তার পরিবারের সবাইকে আকড়ে ধরার চেষ্টা করেন। কিন্তু বারবারই তিনি ব্যর্থ হন।

নাটকটি প্রসঙ্গে শ্রাবণী ফেরদৗস বলেন, ‘বিগত কয়েক বছর জাহিদ ভাইকে হাসির নাটকে আমরা বেশি পেয়েছি। বলা যায়, তিনি এক ধরনের বড় প্রভাবও বিস্তার করেছেন। তবে এবার আমরা ঈদের জন্য সিরিয়াস গল্প বেছে নিয়েছি। আশা করি, জাহিদ ভাইয়ের এ চরিত্রটিও দর্শকদের মুগ্ধ করবে।’

নাট্য জগতে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘আরমান ভাই’ সিরিজ দিয়ে। তারপর থেকে ঈদ এলেই এই দুই তারকাকে নিয়ে ছক আঁকেন নির্মাতারা। সেই পরিকল্পনায় থাকে হাস্যরস যুক্ত গল্প। এবার সেই ভাবনায় এলো ভিন্নতা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!