ফেনী
রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২
, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তিন শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফুটালো ফেনী কম্পিউটার ইন্সটিটিউট পরিবার

বিগত দুই বছরের ন্যায় এবারও ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ফেনীর সুবিধা বঞ্চিত পথশিশুরা পেলো ঈদের নতুন পোষাক।কর্মসূচীর প্রথম ধাপে গত ০২ই জুন ফেনী রেলওয়ে স্টেশনের সুবিধাবঞ্চিত ৬০টি পথশিশুর মাঝে ঈদের নতুন জামা বিতরন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রাকিবুল্লাহ।একই দিনে অত্র ইন্সটিটিউটের বর্তমান ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় ফেনীর বিরঞ্চি এলাকার ১ শ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে দ্বিতীয় দফায় ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
গত ০৩ই জুন ফেনীর বেদে পল্লীর প্রায় ১শ ৭০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন হয়।ইন্সটিটিউটের প্রাক্তন ১ম ব্যাচের ছাত্র ও বর্তমান ইন্সট্রাকটর হেলাল উদ্দীনের উপস্থিতিতে ৪র্থ ব্যাচ এর প্রাক্তন ছাত্র ইমরান মাসুদ, প্রভাষক, সি এস ই বিভাগ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সহায় সংঠন এর মনজিলা মিমির সার্বিক সহযোগীতায় এবং ইন্সটিটিউটের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের তত্ত্বাবধানে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৯ এর সকল পর্ব সুষ্ঠভাবে সম্পন্ন হয়। শহরের সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!