ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩৬
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কাশিমপুরে আজহারীর মাহফিলে লাখো জনতার ঢল

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে জনপ্রিয় তরুণ মুফাসসির ও ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল নামে। আজহারীর আগমনকে কেন্দ্র করে বুধবার বিকাল ৪ টার পর মাহফিল মাঠ চারদিক থেকে মানুষের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়। একসময় কাশিমপুরের আশপাশ এলাকাও কানায় কানায় ভরে যায়। জনতার ঢল এড়াতে ৩টি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দা টানানো হয়। তারপরও গিজ গিজ করা ভিড় কমানো সম্ভব হয়নি। যানবাহন সংকটে অনেকে হেঁটে মাহফিল স্থলে পৌঁছান। এ সময় আবার কেউ মূল মাঠে পৌঁছতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে আজহারীর বক্তব্য শোনেন। মাদরাসা সংলগ্ন মাঠে বাদ মাগরিব থেকে তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন আজহারী।

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এবং এলাকাবাসীর সহযোগিতায় জনমানুষের সমাগমের দিক থেকে এ জনপদের সেরা মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার। ফেনীর বিভিন্ন উপজেলায় এ বছর শতাধিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোথাও ৪-৫ হাজারের বেশি মানুষের উপস্থিতি ছিল না। কাশিমúুরের মাহফিল ছিল সম্পূর্ণ ব্যতিক্রম!
মাহফিলের যাবতীয় আইনশৃঙ্খলার বিষয়টি তদারকি করেন ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন ও ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ।আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসা আয়োজিত পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে ও আয়োজক কমিটির আহবায়ক কামরুজ্জমান মাসুমের সঞ্চালনায় বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু করেন স্থানীয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম। এরপর ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ, ছাগলনাইয়ার মাওলানা জাকারিয়া ও আবদুল আজিজ মাক্কি বয়ান করেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে ফেনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল হক লিটন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মানিক, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন ও মাহমুদুল হক চৌধুরী মনির উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ ডিসেম্বর মাহফিলের আয়োজন করেছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। আয়োজনের অনুমতি না থাকায় ৩ ডিসেম্বর মাহফিল বন্ধ করে দেয় জেলা প্রশাসন। তখন কাশিমপুরে আজহারীর আগমন বাতিল করা হয়। পরে এলাকার বিপুল সংখ্যক মুসল্লী নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে সাক্ষাৎ করার পর গতকাল ১৫ জানুয়ারী আজহারীর মাহফিলের বিষয়টি নিশ্চিত করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!