ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায়
কামরুল হাসান (১৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
গ্রেফতার কামরুল হাসান উপজেলা বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।সে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে।
কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া বলেন, ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তার। তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবী করেন তিনি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।তাকে রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়।



