ডেঙ্গু ও গুজব প্রতিরোধে ফেনী মডেল থানার আয়োজনে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনঃরায় মডেল থানায় গিয়ে শেষ হয়।
র্যালী উত্তর আলোচনা সভায় ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরন্নবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ।এসময় তিনি বলেন- শুধু সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা এ সমস্যার সমাধান করতে পারবেনা। এটার সমাধানের জন্য সবার সমন্বিত চেষ্টার প্রয়োজন রয়েছে।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)কাজী মনিরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) উক্য সিং,অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) রবিউল ইসলাম,সিনিয়র সহকারী পুলিশ সুপার(বিশেষ) খালেদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার,ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসেন,ওসি (তদন্ত) সাজেদুল ইসলামসহ জনপ্রতিনিধি ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।