ফেনী সদর উপজেলার ধর্মপুরে শুক্রবার রাতে ৭২ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদর ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্মপুর এলাকা থেকে শুক্রবার রাতে মাদক ব্যবসায়ী মো: রুবেল হোসেন (২৯) ও এয়াকুব মিয়া (৩৮) কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রুবেল ধর্মপুর গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে ও এয়াকুব একই গ্রামের মো: সোলেমানের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মো: আলমগীর হোসেন ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।