শহর প্রতিনিধি: রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর ২০১৮-২০১৯ রোটাবর্ষের ডিষ্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) রোটার্যাক্টর নাফিজুল আলমকে ফেনীর সকল রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার সন্ধায় শহরস্থ একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট শহীদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রাক্তন সভাপতি ও আরসিসি সাইদুল মিল্লাত মুক্তা, রোটারী ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারী এক্স রোটার্যাক্টর মোহাম্মদ আবু নাছির, রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর ২০১৭-২০১৮ রোটাবর্ষের ডিষ্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেন্টেটিভ (ডিআরআর) জিয়া উদ্দিন হায়দার শাকিল, সাবেক এডিআরআর শরীফুল ইসলাম অপু, ডিষ্ট্রিক্ট ট্রেজারার এম. এ আহাদ, ডিষ্ট্রিক্ট ট্রেইনার সিপি আরাফাত উল মিল্লাত দিপুল, ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেটর খন্দকার তৌহিদুল ইসলাম রানা, জোনাল প্রতিনিধি মাখজাম হায়দার মিরাজ, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্র্রালের প্রেসিডেন্ট জিয়া উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট আবদুস সালাম, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট শফিউল আলম ভূঁইয়া অপু, প্রেসিডেন্ট ইলেক্ট মৌতারনি আলম জেনি, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সরকারী কলেজ এর প্রেসিডেন্ট নাজমুদ্দিন জিকু, প্রেসিডেন্ট ইলেক্ট ওসমান গণি রাসেল।
এছাড়াও চট্টগ্রাম থেকে রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ মাঈন উদ্দিন, কুমিল্লা থেকে এডিশনাল চীপ এডভাইজর কাজী ফারুক, ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর সৈয়দ আহম্মদ টুটুল, রিজিওনাল রিপ্রেজেন্টেটিভ আশিকুর রহমান রিয়াদ, প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল হক, শফিউল আলম সজিব, প্রেসিডেন্ট ইলেক্ট এমএ হান্নান, ডিষ্ট্রিক্ট ইন্টার্যাক্ট প্রতিনিধি ইলেক্ট আনামুল মাহিসহ ফেনী ছাড়াও বিভিন্ন জেলার ৮৪ জন রোটার্যাক্টর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটির চার্টার প্রেসিডেন্ট মু. শহীদ পাটোয়ারী।



