ফেনী
শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১
, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে অর্ধকোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

 

পরশুরাম প্রতিনিধিঃ পরশুরামে ৫২ লাখ ২৮ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি পিছ ও স্যুট থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সুবারবাজার ও ছাগলনাইয়া বিওপির যৌথ বিশেষ টহলদল দক্ষিণ কেতরাঙ্গা সমিতি ঘরে অভিযান চালায়। এসময় ৪শ ৪৮পিস ভারতীয় শাড়ী, ৪৯ পিস বৈশাখী শাড়ী (বাচ্চাদের), ২শ ৩৬ পিস থ্রি-পিস, ২ হাজার ৪শ ১৮ দশমিক ৮০ মিটার স্যুট থান কাপড় আটক করে। যার আনুমানিক মূল্য ৫২ লাখ ২৮ হাজার ৩শ টাকা। অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা অবৈধ মালামাল রেখে পালিয়ে যায়।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: সহিদুর রহমান ভারতীয় কাপড় উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত অবৈধ মালামাল ফেনী কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!