ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরামে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আমাদের সময় পরশুরাম উপজেলা প্রতিনিধি ও পরশুরাম প্রেস ক্লাব একাংশের সভাপতি সাংবাদিক আবু ইউসুফ মিন্টু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে ধনিকুন্ডা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম দাখিল মাদরাসা মাঠে ত্রাণ বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ত্রাণ বিতরন শেষে কেন্দ্রীয় ও জেলা নেতাদের গাড়ি বহর রওয়ানা হওয়া মাত্রই পেশাগত দায়িত্বপালনে মাঠে থাকা সাংবাদিক মিন্টুর উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দূর্বৃত্ত। উপজেলা নেতারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও চোখে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিন্টু অজ্ঞান থাকায় হামলার কারণ সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!