ফেনী
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
, ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

মানবতার ডাকে অসহায় মানুষের পাশে মাসুদ

করোনা ভাইরাসের  সংক্রমণ থেকে বাংলাদেশও মুক্ত নয়।সরকার সংক্রমণ ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে।স্বেচ্ছা গৃহবন্দি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে সবাইকে বলা হচ্ছে।করোনার কারণে সংকটে পড়েছেন সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষ।ফলে করোনার সৃষ্ট দুর্যোগে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ফেনীর যুবক রাজিব মাসুদ।ব্যক্তিগত উদ্যোগে মানবতার ডাকে সাড়া দিয়ে বন্ধুদের আর্থিক সহযোগিতা নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মাসুদ।

প্রথম ধাপে ফেনী রেলস্টেশনে থাকা অসহায় ও গরিব ২৬ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।দ্বিতীয় ধাপে বাসা থেকে বিরিয়ানি রান্না করে রেলস্টেশন , বাসষ্টেশন ও ফুটপাতে থাকা ৮০ জন অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন মাসুদ।তৃতীয় ধাপে অসহায়দের নিরাপত্তার কথা চিন্তা করে সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরন এবং চতুর্থ ধাপে ১শ ২০ জন অসহায় দরিদ্র রোজাদারের মাঝে ইফতার বিতরন করেন এই যুবক।এছাড়া  নিম্ন ও মধ্যবিত্তদের তালিকা করে রাতের বেলায়  খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

এ প্রসঙ্গে রাজিব মাসুদ জানান, আমি নিজেও একজন দরিদ্র পরিবারের সন্তান।কিন্তু মহামারী করোনা ভাইরাসে অসহায়দের কষ্ট দেখে তা সহ্য করতে না পেরে বাসায় থাকতে পারিনি।এসব অসহায় মানুষদের ভালোবাসার পাশাপাশি তাদের জন্য এভাবে কাজ করে যাবে বলে সে আশা প্রকাশ করেন।

 

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!