ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে ফেনী উত্তাল

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ক্রমান্বয়ে উত্তাল হয়ে পড়েছে ফেনীর রাজপথ।
শুক্রবার সাকালে সোনাগাজী জিরো পয়েন্টে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর এমরানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এর আগে বৃহস্পতিবার বিকালে সোনাগাজী জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরাম। এদিকে এক বিবৃতিতে এ ঘটনায় পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ছাত্র ইউনিট। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল এই দাবি জানান।
একইদিন সকালে ফেনীর ট্রাংক রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ ও শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!