ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৫
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

ফেনীতে যৌতুকের জন্য স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মোর্তুজাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। একই সাথে আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটার (পিপি) হাফেজ আহমেদ জানিয়েছেন, ২০১৬ সালের জানুয়ারী মাসে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের আবদুল মুনাফের ছেলে মো. মোর্তুজা যৌতুকের দাবিতে স্ত্রী রেহানা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ৪ মাস পর নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আদালত দীর্ঘ শুনানীর পর বৃহস্পতিবার আসামী মো. মোর্তুজাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ডে দন্ডিত করে।

এ মামলা বিচারকালে ১০জন স্বাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন। দীর্ঘ শুনানীর পর আদালত এ মামলার রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী মো. মোর্তুজা কারাগারে রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!