ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৪
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আফ্রিকা থেকে ফেরা ফেনীর ৩ ব্যক্তির দাফন

কথা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রভিন্সে নিজ দোকানে সন্ত্রাসীদের লাগানো আগুনে পুড়ে দগ্ধ হওয়া ফেনীর সোনাগাজী ও দাগনভূইয়ার তিন ব্যক্তির লাশের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। স্থানীয় ফাজিলেরঘাট বাজারে সকাল ১০টায় নিহতদের শেষ জানাজা সম্পন্ন হয়। সোনাগাজি ও দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয়রা জানাজায় অংশ নেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় বিমানে নিহতদের লাশ হযরত শাহজালাল আন্তজাতিক বিমান বন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার বাদ জোহর দক্ষিণ আফ্রিকার নর্থওয়েষ্ট প্রভিন্সের একটি শহরের লোডিয়ামের বিলাল মসজিদে তাদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।
স্থানীয় চর মজলিসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন বলেন, ‘গত শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থ-ওয়েস্ট প্রদেশের একটি শহরে বাংলাদেশি মালিকানাধীন একটি দোকানে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দেয়। এতে দগ্ধ হয়ে মারা যান ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামের আবুল খায়ের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও মোশাররফ হোসেন (২৮) এবং তাদের মামা দাগনভূঞা উপজেলার মোমিনুল হক।

জানা যায়, দীর্ঘ ৯/১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সে অবস্থান করছিলেন তারা। তারা সেখানে মুদি দোকান চালাতেন। শনিবার ভোরে কর্মস্থলে সন্ত্রাসীদের দেওয়া আগুনে পুড়ে তারা মারা যান। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ পরিবারের সবাই।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!