ফেনী
রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৯
, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

বর্ণাঢ্য আয়োজনে রোটারী ক্লাব অব ফেনী সিটির বাৎসরিক পিকনিক সম্পন্ন

 

শহর প্রতিনিধি-আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী ক্লাব অব ফেনী সিটির বাৎসরিক পিকনিক বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী মুহুরি প্রজেক্ট সংলগ্ন সোনাগাজী এগ্রো ফার্মে আয়োজিত পিকনিকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব লক্ষীপুরের চার্টার প্রেসিডেন্ট আব্দুল করিম খোন্দকার, প্রেসিডেন্ট ওমর ফারুক।

26815459_383905405444466_1566010902826805919_n

এসময় রোটারী ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট জানে আলম ভূঁইয়া পারভেজ, ভাইস প্রেসিডেন্ট এড. নুরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ আবু নাছির, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সিটির সভাপতি শহীদুল ইসলাম পাটোয়ারী, সেক্রেটারী মাঈন উদ্দিন পাটোয়ারীসহ রোটারী ও রোটার‌্যাক্ট সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

26733753_383905515444455_7942058213386018361_n

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!