কথা ডেস্ক:বেসরকারী টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি পদে পদোন্নতি লাভ করেছেন সাংবাদিক জাফর সেলিম।বুধবার চ্যানেলটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান হানিফ উদদাহা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এ পদোন্নতি দেয়া হয়।জাফর সেলিম সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক।
এর আগে তিনি এশিয়ান টিভির জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন।পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক নির্ভীকের সম্পাদক তিনি।
এছাড়া ফেনী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ও প্রেস ক্লাবের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন জাফর সেলিম।



