ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৬
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাশরাফির করোনা নেগেটিভ, স্ত্রী এখনও পজেটিভ

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার করোনা নেগেটিভ হয়েছেন। তবে মাশরাফির স্ত্রী এখনও করোনা পজেটিভ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা নিজেই। জানা গেছে, এবার করোনা নেগেটিভ সনদ পেয়েছেন মাশরাফি। তবে তার স্ত্রী সুমনা হক এখনও করোনা পজিটিভ হয়ে আছেন।

মাশরাফি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!